আজ - রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:১৬

যশোর বেনাপোল থেকে ২ কোটি টাকার সোনা উদ্ধার,আটক-১

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০ পিস সোনার বারসহ আতিয়ার রহমান (৫৫) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। দুই কেজি ৩৬০ গ্রাম ওজনের ওই সোনার বারগুলোর মূল্য প্রায় দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা। শনিবার (১৬ ডিসেম্বর) পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক আতিয়ার রহমান পুটখালী গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, সোনার একটি চালান ভারতে পাচার হবার সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা জোরদার করে। পরে রাত সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখে। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে স্কচটেপ মোড়ানো অবস্থায় ২০ পিস সোনারবার উদ্ধার করা হয়।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, উদ্ধারকৃত সোনারবার যশোর ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ