আজ - মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:৩৯

যশোর মনিরামপুরে সড়কে গেলো ২ জনের প্রান।

দ্রুতগামী ট্রাকের চাপায় ভ্যান চালক মোসলেম হোসেন (৫৫) এবং ভ্যানের যাত্রী রূপা খাতুন (৪২) নিহত হয়েছেন। এসময় মিম খাতুন(২২) নামে আরো একজন গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম ফ্যাদাইপুর গ্রামের বাসিন্দা এবং রূপা খাতুন উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী
স্থানীয়রা জানান, রূপা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি ল্যাব থেকে মেডিকেল রিপোর্ট নিয়ে ভ্যানে করে হাসপাতালে যাচ্ছিলেন। এসময় যশোরমুখী দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ট্রাকের চাপায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ভ্যান চালক মোসলেম হোসেন ও ভ্যানের যাত্রী রূপা খাতুনের মৃত্যু হয়। অপর যাত্রী মিম খাতুন গুরুত্বর আহত হলে চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি নড়াইলের জাহিদুর রহমানের স্ত্রী বলে জানাগেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, মোসলেম হোসেনকে হাসপাতালে আনার আগে মৃত্যু ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হেসেন এবং মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত