আজ - শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:৫৮

যশোর শার্শায় বিএনপির দুই গ্রুপের মারামারি আহত-৫ জন।

যশোরের শার্শার বালুন্ডা গ্রামে জমিজমা সংক্রান্ত শালিস বৈঠকে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

গ্রামবাসী সূত্রে জানাগেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বালুন্ডা উত্তরপাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ নিরসনের শালিশ বৈঠক বসানো হয়। এসময় পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি কামরুল ও বালুণ্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ ১০/১২টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কবিরুল সমর্থক ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ২ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন, বালুন্ডা গ্রামের উম্মত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর (২৩), আব্দুল গণির ছেলে মোকারুল (৮), তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিন (৩২) ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত