আজ - রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:০১

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়ালো

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক লাখেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। একই দিনে সারা বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী রবিবার (৯ নভেম্বর) দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৮ লক্ষ আট হাজার ৪৮০ জনে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই লক্ষ ৪৩ হাজার ৭৬৮ জনের।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিগত ১০ দিনে প্রায় ১০ লক্ষ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর এটিই সংক্রমণের সর্বোচ্চ হার।

শনিবার একদিনেই দেশটিতে এক লাখ ২৬ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। একইদিনে যুক্তরাষ্ট্রে এক হাজারেরও করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন যুক্তরাষ্ট্রে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হলো।

গত সপ্তাহে চারবার যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের হার এক লাখ অতিক্রম করেছে। গত সাত দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক লাখ পাঁচ হাজার ৬০০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

রয়টার্সের তথ্যানুযায়ী, সারা বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী প্রতি ১১ জনে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নতুন ঢেউ শুরু হওয়ার চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সংক্রমণের মাত্রা সবচেয়ে তীব্র আকার ধারণ করবে।

আরো সংবাদ