আজ - রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:১৮

শান্তি সমাবেশের নামে প্রচারনা,পুলিশী বাধায় পন্ড।

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে শান্তি সমাবেশের নামে নির্বাচনী সমাবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার আওয়ামী লীগের প্রার্থীর উপস্থিতিতে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সমাবেশটি বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন।

শান্তি সমাবেশের নামে এ নির্বাচনী জনসভায় সাঁগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাঁগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রফিকুল ইসলাম সরদার, যুগ্ম আহবায়ক আলিয়ার রহমান প্রমুখ।

শান্তি সমাবেশের নামে নির্বাচনী জনসভার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন সহকারী রিটার্নিং অফিসারকে অবহিত করেন। আচরণ বিধি লঙ্ঘন অভিযোগের ভিত্তিতে কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন শান্তি সমাবেশ বন্ধ করে দেন।

আরো সংবাদ