আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫২

সাত বছর পর এদেশের ইলিশ খেতে পারবে ভারতীয়রা!

যশোর থেকে : যশোরে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পাঁচশত মেট্রিকটন ইলিশ মাছ যাচ্ছে ভারতে। দূর্গাপুজা উপলক্ষে শুভেচ্ছা স্বরুপ বাংলাদেশ থেকে পাঁচশত মেট্রিকটন ইলিশ মাছ ভারতে পাঠানোর জন্য গত বুধবার এর অনুমোদন দিয়েছেন বানিজ্য মন্ত্রণালয়। গতকাল শনিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হচ্ছে ইলিশ মাছ রপ্তানী। গত বছর ভারতের পশ্চিমবঙ্গের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়লেও এবার তেমন ধরা পড়েনি। গত বছর যে ইলিশ মাছ বাজারে ২০০ রুপি কেজিতে বিক্রয় হয়েছিল, এবার সেই ইলিশ মাছ ৫০০ রুপিতে বিক্রয় হচ্ছে। পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেছেন, এবার বাংঙ্গালীদের পাতে পুজায় পড়তে পারে বাংলাদেশের প্রিয় ইলিশ মাছ। ২০১২ সাল থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানী বন্ধ রেখেছিল বাংলাদেশ সরকার। পরে বছরের ২৩ সেপ্টম্বর ইলিশ মাছ ছাড়া অন্য সব মাছ রপ্তানীর উপর নিষেধাজ্ঞা তুলে নেয় বানিজ্য মন্ত্রালয়। ইলিশ মাছ রপ্তানীর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনোমোহনসিংহ থেকে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধ্যাধায় একাধিকবার বৈঠক করেছেন। তবে কোনো সমাধান হয়নি। বন্ধই ছিল ইলিশ মাছ রপ্তানী। এবার ইলিশ মাছ ভারতে পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ