চৌগাছা (যশোর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে যশোরের চৌগাছায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, গুজবের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ হোসেনের নেতৃত্বে উপজেলার ধুলিয়ানী সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত আলী সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ হোসেন।
অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিজুর রহমান, অসিম কুমার দে, কুব্বত আলী, ফারুক আহম্মেদ, বেগম, মহিমা, আমেনা, আব্দুল আলিম,আশরাফুল আলম,নিপুন কুমার বাপ্পী,তুহিনুর রহমান,আব্দুর রহমান, ছাত্রনেতা আবুসাঈদ, তানজিল,নয়ন,সুমন, পিয়ারুল, সাকিল,কামরুল, সালাম, আশিক, তমাল, তানিম, মান্না,শোভন, রাকিব, জাহিদুল, রাকিব হোসেন,রাকিব আহম্মেদ, প্রমিস, জাকির, হুসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বিদ্যালয়ে ১০টি মেহগিনি ও একটি নিমগাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পেয়ারার গাছের চারা বিতরণ করা হয়।