আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:০০

অবশেষে শাহীর নেতৃত্বে ছাত্রলীগের তোপের মুখে বাবুকে আদালতে সোপর্দ করেছে পুলিশ !

২৪ ঘন্টার নাটকীয়তা শেষে অবশেষে জেলা ছাত্রলীগের তোপের মুখে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুজ্জামান বাবুকে আজ বৃহস্পতিবার সকাল দশটায় একটি মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাবু বাড়িতেই ছিলেন। এসময় সাদা পোশাকধারী কয়েকজন পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে খালিগায়ে লুঙ্গি পরিহিত অবস্থায় বাবুকে তুলে নিয়ে যায়। এসময় তারা বাবু ও তার স্ত্রীর মোবাইল ফোন এবং সিসি ক্যামেরার ডিভিআর মেশিনও নিয়ে যায়। তাদের নাম-পরিচয় জানতে চাইলে তারা শুধু বলেন, থানা থেকে এসেছি এবং বাবুকে আমরা জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছি। তাদের প্রত্যেকের কোমড়ে আগ্নেয়াস্ত্র ও আইডি কার্ড ঝোলানো ছিল।

এরপর থেকে বাবুর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলোনা ।

তাকে আটক করে অজ্ঞাতস্থানে রাখার অভিযোগে সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। শেষে থানামোড়ে অনুষ্ঠিত পথসভায় তারা অভিযোগ করেন, পুলিশ হয়রানিমূলকভাবে বাবুকে আটক করে রেখেছে। আইনের দৃষ্টিতে বাবু অপরাধী হলে তাকে আইনি প্রক্রিয়াতেই আটক দেখিয়ে জিঙ্গাসাবাদের দাবি করেন তারা। 

জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান খানজাহান আলী 24/7 নিউজ কে বলেছিলেন, সাইদুজ্জামান বাবু নামে কাউকে আটক করা হয়নি এবং থানায় এ সম্পর্কিত কোন তথ্যনেই।

তাকে আটকের কথা অস্বীকার করেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মারুফ আহমেদও। তিনি বলেন, ডিবির সকল অভিযানে সবাই জ্যাকেট পড়ে থাকেন। ফলে তারা গেলে মানুষ চিনতে পারে।

তাকে আটক করে অজ্ঞাতস্থানে রাখার অভিযোগে সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি রওশন ইকবাল শাহীর নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। শেষে থানামোড়ে অনুষ্ঠিত পথসভায় তারা অভিযোগ করেন, পুলিশ হয়রানিমূলকভাবে বাবুকে আটক করে রেখেছে। আইনের দৃষ্টিতে বাবু অপরাধী হলে তাকে আইনি প্রক্রিয়াতেই আটক দেখিয়ে জিঙ্গাসাবাদের দাবি করেন তারা। 

বাবুকে গ্রেপ্তারের পর পুলিশের অস্বীকারের বিষয়ে সর্বপ্রথম সংবাদ প্রকাশ করে খানজাহান আলী 24/7 নিউজ

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত