আজ - শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:০০

হিরো আলমের পুরুষ নির্যাতনবিরোধী মানববন্ধন

‘পরিবারে পুরুষের ভূমিকা কম নয়, তবু পুরুষ কেন অবহেলিত’ শীর্ষক এক মানববন্ধনে অংশ নিয়েছেন হিরো আলম। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মেন’স রাইট নামের একটি প্রতিষ্ঠানের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজে পুরুষরাও নির্যাতিত হচ্ছে উল্লেখ করে হিরো আলম বলেন, ঘরে ঘরে পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন আইনের অপব্যবহার করে পুরুষদের নানাভাবে নির্যাতন করছে নারীরা। পুরুষ অধিকার ফাউন্ডেশনের ব্যানারে আমি এসেছি পুরুষদের দাবি নিয়ে রাজপথে। পুরুষ নির্যাতনের একটি শক্ত আইন চাই।

চলতি বছর মার্চে যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন তার স্ত্রী সাদিয়া বেগম সুমির বাবা সাইফুল ইসলাম খোকন। অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই বগুড়া সদর থানায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। শ্বশুরের দায়ের করা মামলায় ক’দিন হাজতেও থাকতে হয়েছে আলোচিত এই মডেল-অভিনেতাকে।  

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত