আজ - বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১০:০৩

স্বামী নামিয়ে দেয়ার পরই বাস কেড়ে নিল ফারহানাজের প্রাণ

রাজধানীর মহাখালী আমতলীতে ফ্লাইওভারের কাছে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম ফারহানাজ (২৯)। তিনি একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাউছার আহমেদ নামে এক তরুণ সামান্য আহত হয়েছেন।

ময়নাতদন্ত শেষে ফারহানাজের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।

নিহত ফারহানাজের বড়বোন জিনাতরাজ যুগান্তরকে বলেন, ফারহানাজের স্বামী নাজমুল হাসান পল্লী বিদ্যুতে চাকরি করেন। মিরপুরের মণিপুরে তাদের বাসা। তাদের এক বছর বয়সী এক মেয়ে রয়েছে। মহাখালীর আমতলীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন ফারহানাজ। সকাল ৯টার দিকে স্ত্রীকে মোটরসাইকেলে করে আমতলীতে নামিয়ে নিজের গন্তব্যে চলে যান নাজমুল। এরপরই রাস্তা পার হচ্ছিলেন ফারহানাজ। এ সময় একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। দু’জন পথচারী মুমূর্ষু অবস্থায় ফারহানাজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। পরে লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। বিকালে লাশের ময়নাতদন্ত করা হয়। ফারহানাজের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের বথুলি এলাকায়।

বনানী থানার এসআই আফজাল হোসেন জানান, চালক বাস সড়কে রেখে পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাওছার নামে এক তরুণ সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আরো সংবাদ