বমি করতে গিয়ে যে এমন অবস্থা হতে পারে তা ভাবতেও গা শিউরে ওঠে ৷ বমি করার সময় মাথার খুলি ফেটে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক যুবতীর ৷
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, রোববার মুর্শিদাবাদের লালবাগ জেলায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে৷
২৪ বছর বয়সী ভানু মন্ডল নামের ওই নারী জিয়াগঞ্জ থেকে বহরমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন।
বাসে ওঠার পর থেকে শরীর খারাপ লাগছিল বলে জানিয়েছিলেন তিনি৷ শারীরিক সমস্যার কারণেই হঠাৎ বমির বেগ আসে তার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বমি করার জন্য বাসের জানালা থেকে মাথা বের করতেই রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খান ভানু মন্ডল৷ খুঁটির আঘাতে মাথার খুলি দু’টুকরো হয়ে যায় তার।
চলন্ত বাসে বিদ্যুতের খুঁটির ধাক্কায় মাথার ঘিলুও ছিটকে পড়ে রাস্তায়। পুরো রাস্তা ভেসে যায় রক্তে ৷ বাসের মধ্যেও ফিনকি দিয়ে ছিটকে পড়ে রক্তে ৷
মর্মান্তিক এমন দূর্ঘটনার পর সঙ্গে সঙ্গে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা ভানু মন্ডলকে মৃত ঘোষণা করেন।