আজ - বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:৪৬

যশোরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু!

নিজেস্ব প্রতিবেদক :: আজ ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবসেই ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো মঈদুল ইসলাম (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্র।

২২ অক্টোবর (মঙ্গলবার) সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় এই ঘটনা ঘটে।
দাউদ পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর নিহত ছাত্র মঈদুল যশোর শহরের ও পিরোজপুর জেলার তপসিডাঙ্গা এলাকায় মাহাবুব রহমানের ছেলে। তার বাবা যশোর ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর কর্মরতা।

নিহতের বাবা জানান, বুধবার সকালে মঈদুল বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে শানতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে কালীগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত