আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:০১

মুড়লী ব্যবসায়ী সমিতির উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা।

নিজেস্ব প্রতিবেদক :: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুড়লী ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১১ নং রামনগর ইউনিয়নের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা গনদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ ১৭ ই ডিসেম্বর মজ্ঞলবার যশোর সদর উপজেলার মুড়লীর মোড়ে এ মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেওয়া হয়। মুড়লী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লাইফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুড়লী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ হানিফ মোল্যা।

মুড়লী ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে রামনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গনদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব শাহারুল ইসলাম।

চিত্র : মহান বিজয় দিবসে মুড়লী ব্যবসায়ী সমিতির উদ্যোগে রামনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব শাহারুল ইসলাম।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রজন্মের ভাবনার নির্বাহী সম্পাদক পার্থ প্রতিম দেবনাথ রতি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান হাসু, ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা নাজনীন নাহার আলমগীর।


মুড়লী ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১১ নং রামনগর ইউনিয়নের সম্মানিত ১৭ জন বীর মুক্তিযোদ্ধা গনদের হাতে ক্রেস্ট তুলে দেন আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বৃন্দ। এসময় বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডার আলী হোসেন মনি,বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃহাই বীর মুক্তিযোদ্ধা শ্রী সাধন কুমার, বীর মুক্তিযোদ্ধা আবুলহোসেন,বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা ডা: আবু নছন,বীর মুক্তিযোদ্ধা আবু আব্দুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন,বীর মুক্তিযোদ্ধা এ্যাড: হারুনুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব,বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান,বীর মুক্তিযোদ্ধা মো:শাহাবউদ্দীন,বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর মৃধাকে সংবর্ধনা দেয় মুড়লী ব্যবসায়ী সমিতি।


চিত্র : বিজয় দিবসে মুড়লী ব্যবসায়ী সমিতির উদ্যোগে রামনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু মোহিত কুমার নাথ।

এ সময় বক্তব্যে প্রধান অতিথি বাবু মোহিত কুমার নাথ বলেন, স্বাধীনতা সর্বভৌমত্বের কথা জাতিকে বেশি বেশি জানাতে হবে। এরকম অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা সম্ভব।
তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল দেশ গঠনে সফল হয়েছেন।একসময় বি এন পি জামাত এই ডিজিটাল শব্দটাকে ব্যাঙ্গ করেছে অথচ এখন তারাই এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বিভিন্ন সেবা গ্রহন করছে।

সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা শাহারুল ইসলাম বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করতেন।মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গ্রহন করা বিভিন্ন উদ্যোগ প্রমান করে তিনি মুক্তিযোদ্ধাদের মাঝে বাবাকে খুজে পান। শেখ হাসিনা ফজরের আজান থেকে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত বাংলাদেশ নিয়ে ভাবেন। দেশ মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে এগিয়ে যাচ্ছে।

আজকে মুড়লীর মোড়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করায় রামনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, যশোর জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মুড়লী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লাইফকে বক্তরা বক্তব্যের মাঝে একধিক বার ধন্যবাদ জানিয়ে আগামি বছরে একই ভাবে বড় পরিসরে এই বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার আহবান রাখেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত