আজ - বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৩৫

মুড়লীতে শীক্ষার্থীদের মাঝে লাইফের পুরুষ্কার বিতরণ।

স্টাফ রিপোর্টার : মুড়লীতে দারুস সালাম উলুমূল কোরআন মাদ্রাসার কৃতি শীক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ২১ জন কৃতি শীক্ষার্থীর মধ্যে পুরুষ্কার বিতরণ করেছেন যশোর জেলা তরুণলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহমুদ হাসান লাইফ।

দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করতে মেধা তালিকায় ১ম থেকে ৩য় স্থান অধিকারী শীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাট্যাগরিতে পুরস্কার প্রদান করেছেন তিনি।

মাহমুদ হাসান লাইফের ব্যক্তিগত উদ্যোগে এ সকল পুরুষ্কার বিতরণ করা হয়। এ সম্পর্কে লাইফ বলেন , কর্মের মূল্যয়ণ না করলে মানুষ যেমন কর্ম বি-মূখ হয়ে পড়ে তেমনি শিক্ষার মূল্যয়ণ না থাকলেও শিক্ষা একটা সময় উৎসাহ হীন হয়ে স্থবির হয়ে পড়বে। আমার রামনগরে সকল প্রতিষ্ঠানে শিক্ষার মান হবে অনুকরণীয়। আমি সে লক্ষ্যেই কাজ করছি। উল্লেখ্য মাহমুদ হাসান লাইফ রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের আসন্ন সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত