আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:০৩

দেশের উন্নয়নে আ`লীগের সকল নেতা-কর্মীদের ঐক্যের ডাক শাহীন চাকলাদারের ।

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেছেন, দেশের উন্নয়নের প্রয়োজনে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক শক্তিশালী। কেশবপুরের আওয়ামী লীগ আজ অনেক শক্তিশালী। তিনি আরো বলেন, সাবেক সফল শিক্ষামন্ত্রী ছিলেন প্রায়াত এএসএইচকে সাদেক। তাঁর হাত দিয়ে অবহেলিত কেশবপুরে অনেক উন্নয়ন হয়েছে। পরবর্তীতে তাঁর সহধর্মীনি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-ও উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই। আমি প্রায়াত এএসএইচকে সাদেক ও ইসমাত আরা সাদেকের জন্য আপনাদের নিকট দোয়া চাই।

শুক্রবার বিকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যায়ল মাঠে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের দোয়া মাহফিল ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পূত্র তানভির সাদেক ও কন্যা নওরিন সাদেক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ ও উপজেলা ছাত্রলীগের
আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক।

আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খয়রাত হোসেন, যুগ্ম-সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌর মেয়র রফিকলি ইসলাম, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু, যশোরে জেলা আওয়ামী লীগের সাবেক নেতা জিয়াউল হাসান হ্যাপী, রেজাউল ইসলাম, এহসানুর রহমান লিটু, আনিসুর রহমান আনিস, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, যশোর পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল জলিল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত