আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৫:৫৫

খুলনায় ছাত্রলীগ সম্পাদক রাসেল মারা গেছে।

স্টাফ রিপোর্টার।। খুলনা জেলার কয়রায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান রাসেল মারা গেছে।
সোমবার (২ মার্চ) ভোর ৬টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান বিষয়টি নিশ্চিত বরে বলেন,  সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়ে উন্নত চিকিৎসার  জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সকাল ৬ টা ১০ মিনিটে কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল মারা গেছেন।
এর আগে রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার বাগালি ইউনিয়ের বাইলহারানিয়া এলাকায় বাতিকাটা খালে নির্মাণাধীন ব্রীজের কাজকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান রাসেলসহ দু’পক্ষের ৮ জন আহত হন। রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে গত রাতেই খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাইলহারানিয়া গ্রামের আলিম মাদ্রাসার পাশে বাতিকাটা খালের উপর নির্মাণাধীন ব্রীজের ঢালাই কাজ চলাকালে বেলা ১১টার দিকে স্থানীয় হাফিজুর রহমানের তিন ছেলে তুহিন হোসেন (৪০) বাবু (৩৭) ও মিলন (৩০) শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়। এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে মীমাংসা করে দেয়। এরপর বিকেল ৪টার দিকে কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান রাসেল ঘটনাস্থলে আসলে ক্ষিপ্ত থাকা তুহিন, তার ভাইয়েরা ও স্থানীয়রা মিলে তার উপর অতর্কিত হামলা চালায়। তার সাথে থাকা ছাত্রলীগ কর্মীরা আত্মরক্ষায় পাল্টা আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এসে গুরুতর জখম অবস্থার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল (২৮), ইয়াছিন আরাফাত (১৯) রাজু (২২),  আব্দুল্লাহ (২৯), আবুল হাসান (২০), সেলিমসহ (৩২) কয়েক জনকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) প্রেরণ করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন, এ ঘটনায় কোন মামলা হয়নি। ঘটনার পর ঘটনাস্থান থেকে পুলিশ তুহিন হোসেন ও মিলনকে আটক করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত