আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৫৫

কেশবপুরে বিভিন্ন স্থানে শাহীন চাকলাদারের নির্বাচনী কার্যালয় উদ্বোধন।

স্টাফ রিপোর্টার।। যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে
নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধায় পাঁজিয়া, সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নে প্রধান অতিথি হিসাবে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম রুহুল আমীন।

শনিবার সন্ধ্যায় উপজেলার মজিদপুর, বিদ্যানন্দকাটি ও সাগরদাঁড়ী ইউনিয়নে নৌকা
প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। ত্রিমোহিনী ইউনিয়নে নৌকা প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান। সাতবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু। ওই সকল নির্বাচনী অফিস উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত