আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৬:০৯

আরবপুরের মাদঘোপায় ৬০ টি পরিবারের মাঝে শাহারুল ইসলামের মানবিক সহায়তা।

মুনতাসির মামুন।। করোনার প্রভাবে সারা দেশে অঘোষিত লকডাউন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় নির্দেশ মানতে ঘরে অবস্থান করছেন সাধারন মানুষ। কিন্তু বিপাকে পড়েছে দিনমজুর, নিম্নবিত্ত, মধ্যনিম্নবিত্ত শ্রেণী পেশার মানুষ।

অনাহারে অর্ধাহারে তারা দিনাতিপাত করার এমন চিত্র প্রত্যেকটি জেলা শহর ইউনিয়ন পাড়া মহল্লায় একই। ব্যতিক্রম নয় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নেও।

খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়নটির চেয়ারম্যান শাহারুল ইসলাম।

ইউনিয়নটির চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম তাদের দৈন্যতা দূর করতে দিনরাত খাদ্যসামগ্রী নিয়ে ধারাবাহিক ভাবে ছুটছেন অভুক্তের দুয়ারে দুয়ারে।

সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকালে আরবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাদঘোপা পাড়ায় চাল, ডাল, তেল,পিঁয়াজ ও সাবান বিতরণ করেন চেয়ারম্যান শাহারুল।


২ নং ওয়ার্ডের মাদঘোপা পাড়ায় আদি গ্রাম্য বড়া ঘরের যৌথ সহায়তায় ৬০ টি পরিবারের প্রিতিটিতে ৪ কেজি চাল, ১ কেজি আলু, ২৫০ গ্রাম পিঁয়াজ, ৫০০ গ্রাম ডাল ও ১ টি সাবন বিতরণ করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, হাশেম আলী, আমির হোসেন সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত