স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যশোরের কেশবপুরে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে আবারো দাঁড়িয়েছেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তিনি ফের ৫ হাজার ২শ’ পরিবারের জন্য খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দিয়েছেন। গতকাল শনিবার বিকালে যশোর শহরের কাঁঠালতলাস্থ শাহীন চাকলাদারের ব্যক্তিগত কার্যালয় থেকে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের কাছে তিনি এ গুলো হস্তান্তর করেন। শাহীন চাকলাদারের পক্ষে খাদ্য সহায়তা বুঝিয়ে দেন তার চাচাতো ভাই যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ৫ হাজার ২শ’ বস্তা খাবার, হ্যান্ড স্যানিটাইজার ২ হাজার ২শ’ ও পিপিই ১শ’ পিস।
খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার প্যানেল মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তা, শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টু, ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।
এর আগে যশোর জেলার আট উপজেলায় গরীব অসহায় কর্মহীনদের মাঝে শাহীন চাকলাদার ১০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া কেশবপুরসহ জেলার আট উপজেলার বিভিন্ন সড়কে জীবাণুনাশক পানি স্প্রে চলমান রয়েছে। অন্যদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা সনাক্তকরণ কিটস্, পোর্টেবল এক্স-রে মেশিন, ইসিজি, পিপিইসহ বিভিন্ন উপকরণ প্রদান করেছেন।