আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:০৯

৩ পুলিশ সদস্য সহ খুলনায় আক্রান্ত ১১ জন৷

স্টাফ রিপোর্টার।।    গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ২০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ ল্যাবে ১১ জন ও কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে নয়জন করোনা রোগী শনাক্ত হন।
এনিয়ে খুলনা বিভাগের দশ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭৫। এদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৮৮ জন।
খুলনা ল্যাবে পরীক্ষা করা নমুনাগুলোর মধ্যে পজেটিভ হওয়া ১১ জনই খুলনা জেলার বাসিন্দা। এদের মধ্যে তেরখাদা থানার একজন এসআই, একই থানার একজন এএসআই এবং খুলনা নগরীর খালিশপুর এলাকায় অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক সদস্য রয়েছেন।
এছাড়া দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার ছয়জন রয়েছেন; যাদের মধ্যে তিনজন নারী। আরো রয়েছেন দাকোপ উপজেলার চুনকুড়ি এলাকার এক যুবতী ও জয়নগর এলাকার এক যুবক।
কুষ্টিয়া ল্যাবে শনাক্ত হওয়া নয়ব্যক্তির পরিচয় ও অবস্থান জানা যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত