আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৩:১৯

যশোরের ৬৭ নমুনা পজেটিভ

রায়হান কবির : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে আজ সোমবার প্রকাশিত ফলাফলে যশোরর ৬৭টি নমুনাকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, রোববার তাদের ল্যাবে যশোরের ২২৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৭টি পজেটিভ ও ১৫৬টি নেগেটিভ ফল দিয়েছে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট যশোর জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
যশোরের পজেটিভ নমুনাগুলোর মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা এখনো জানা যায়নি। নতুন আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বাড়ি লকডাউনসহ আনুষঙ্গিক কাজ করবে স্থানীয় প্রশাসন।
রোববার বিকেল পাঁচটা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের হিসেব মতে যশোর জেলায় মোট করোনা শনাক্ত
রোগীর সংখ্যা ছিল ১৩২৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬৯ জন। মারা গেছেন ১৯ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত