আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ১:২৭

বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান বরখাস্ত

যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ সরদারকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাঘারপাড়া উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরীর ৩১ আগস্ট স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান আবু সাইদ সরদার দীর্ঘদিন শ্রমজীবী মানুষের জাতীয় পরিচয়পত্র ও আঙ্গুলের ছাপ ব্যবহারের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করে আসছেন। দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করার অভিযোগে তার বিরুদ্ধে বাঘারপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৯৬ (৩) ধারায় দায়েরকৃত মামলা নম্বর-১২, তারিখ ২১/০৫/২০১৯ এবং নড়াইল সদর থানার টেলিযোগাযোগ আইন ২০০১ এর ৭৩/৭৪ ধারায় দায়েরকৃত মামলা নম্বর ১৩, তারিখ ১৯/১০/২০১৯ বিচারাধীন রয়েছে। এবং জেলা প্রশাসক, যশোর বর্ণিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০১৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। সেহেতু বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ সরদার কতৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত