আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৭:০১

রাজশাহীর চারঘাটে এক ঘর থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজশাহীর চারঘাটে হাত ও চোখ বাধা অবস্থায় রেহেনা বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মুংলী কারিগরপাড়া গ্রাম থেকে ওই নারীর শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী বেলাল হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, নিহত ওই নারী ও তার স্বামী বেলাল হোসেন একই বাড়িতেই থাকতেন। ওই বাড়িতে তারা ছাড়া আর কোন লোকজন থাকতেন না। ওই নারীর স্বামী বেলাল হোসেনের দাবি তার স্ত্রী থাকতেন ঘরের মধ্যে আর তিনি থাকতেন ঘরের বারান্দায়। সোমবার রাতের খাবার খেয়ে একই ভাবে স্ত্রী ঘরে এবং স্বামী বারান্দায় ঘুমিয়েছিলেন। ভোরে ঘরের মধ্যে রেহেনার হাত ও চোখ বাধা অবস্থায় পাওয়া যায়।

ওসি বলেন, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে বেলাল হোসেনই জড়িত আছেন বলে ধারণা করা হচ্ছে। বেলাল হোসেন এলাকায় একজন চিহিৃত ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। নিহত ওই নারী বেলাল হোসেনের চতুর্থ স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত