আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৫০

সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালকের মৃত্যু

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মো. ইলিয়াস ভূইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পিআইবির সহযোগী সম্পাদক (প্রকাশনা ও ফিচার) ফায়জুল হক বলেন, ‘আমরা যতটা জেনেছি তিনি মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তিনি পেছনে বসা ছিলেন। পথে শনির আখড়া ব্রিজের ঢালে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

দুপুরে ইলিয়াস হোসেনের লাশ আল-মারকাজুল ইসলামে গোসল শেষে তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে পাঠানো হবে বলে জানান তিনি।

জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাতে শনির আখড়া ঢালে দুর্ঘটনাটি ঘটে। এতে মো. ইলিয়াস ভূইয়া মারা গেছেন ও আরেকজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->