আজ যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে যশোর নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় তার সাথে যশোর জেলা, সদর উপজেলা, শহর আওয়ামীলীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ ২৩ তারিখে নমিনেশন ফরম বিতরণ ও জমা নেওয়ার শেষ তারিখ ছিল। এ মাসের ২৬ তারিখ যাচাই বাছাই শেষ হবে। আগামী মাসের ৩ তারিখে প্রত্যাহার শেষ দিন। ৪ তারিখ প্রতিক বরাদ্দ এবং ২০ তারিখে অনুষ্ঠিত হবে যশোর সদর উপজেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন।