আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৪৫

উৎসবমুখর পরিবেশে চার প্রার্থী জমা দিলেন মনোনয়ন পত্র ।

যশাের সদর উপজেলা পরিষদের আসন্ন উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনােনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী নূরজাহান ইসলাম নীরা ও বিএনপি প্রার্থী নূর-উন-নবী বুধবার বিকেলে নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীরের কাছে মনােনয়নপত্র জমা দেন। তাদের বাইরে মােহিত কুমার নাথ ও বিএনপি নেতা সিরাজুল ইসলামের পক্ষেও মনােনয়নপত্র জমা দেন তার সমর্থকরা। নৌকার প্রার্থী নূরজাহান ইসলাম নীরার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মােহিত কুমার নাথ,সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভােকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, হাজেরা পারভীন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুনীর হােসেন টগর, প্রচার সম্পাদক জাহিদ হােসেন মিলন, লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, রামনগর ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার আলমগীর, জেলা

যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন
সােনালী প্রমুখ। ধানের শীষের প্রার্থী নূর-উন-নবীর সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলােয়ার হােসেন খােকন, আহ্বায়ক কমিটির সদস্য গােলাম রেজা দুলু, নজরুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পদাক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান মুকুল, বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ।

আরো সংবাদ