যশোরের বেনাপোলে ১৩টি সোনার বারসহ এক মহিলাকে আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিকড়ি বটতলা বালুরমাঠ এলাকা থেকে আটক করা হয় তাকে। আটককৃত পলি খাতুন (২৪) পুটখালি পশ্চিমপাড়ার কামাল হোসেনের স্ত্রী।
২১ বিজিবির পরিচালক লে. কর্ণেল মনজুর ই এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলট বিওপির টহল বিজিবির সদস্যরা শিকড়ি বটতলা বালুরমাঠ এলাকার ব্রিজের ওপর পলি খাতুন নামে এই সোনা পাচারকারী মহিলাকে আটক করে। তার কাছে সোনা আছে চ্যালেঞ্জ করলে তিনি ১৩টি সোনার বার বের করে দেন। যার আনুমানিক মুল্য ৯১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। আটককৃত পলি খাতুনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে ও মামলা করেছে বিজিবি।