আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩২

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে যশোরের তিন সন্তান

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে যশোরের তিন জন স্থান পেয়েছেন। তাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য একজন, প্রচার সম্পাদক একজন এবং নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন একজন। ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে তারা স্থান পেয়েছেন।গত বছর ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার ঘোষিত কমিটিতে যশোরের ঝিকরগাছার সন্তান আনোয়ার হোসেনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অপরদিকে, মণিরামপুরের জয়দেব নন্দী প্রচার সম্পাদকের পদ পেয়েছেন। চৌগাছার অমিত কুমার বসু পেয়েছেন সদস্য পদ। আনোয়ার হোসেন যুবলীগের বিগত কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে ছিলেন। জয়দেব নন্দী ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য। অমিত কুমার বসু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। এছাড়া তিনি বর্তমানে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পদকের দায়িত্ব পালন করছেন।শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে এ পূর্ণাঙ্গ কমিটির তালিকা হস্তান্তর করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->