নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার হুমায়ুন কবির তিন প্রার্থীর হাতে এ প্রতীক তুলে দেন।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী ‘নৌকা’, বিএনপি প্রার্থী শামসু রহমান ‘ধানের শীষ’ এবং স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী পেয়েছেন ‘আনারস’ প্রতিক।
প্রতিক পেয়েই এ তিন প্রার্থী ভোটযুদ্ধে নেমে পড়েন। জয়ের ব্যাপারে তিনজনই আশাবাদী বলে জানান।
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ও প্রয়াত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের অসমাপ্ত কাজ সমাপ্তের জন্য ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন ভিক্টোরিয়া পারভীন সাথী।
অন্যদিকে, অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে ধানের শীষে ভোট চান শামসুর রহমান।
এদিকে, বাঘারপাড়ার মানুষ নিজের সাথে আছে দাবি করে দিলু পাটোয়ারী বলেন, ভোটাররা যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চায়। সাধারণ মানুষ তাকে যোগ্য মনে করেছেন বলেই দল-মত নির্বিশেষে সবার পরামর্শে ভোটযুদ্ধে নেমেছেন।
এর আগে প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন কার্যালয়ে হাজির হন। প্রতিক পাওয়ার পর বিকেলে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান সরদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বাঘারপাড়া মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকরী অধ্যাপক নজরুল ইসলাম, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার এমদাদ হোসন, যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি ও ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা প্রমুখ।
অপরদিকে, বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বিভিন্ন এলাকায় শোডাউন করেন স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে দরাজহাট ইউনিয়নের হাবুল্যা, লক্ষীপুর, সুকদেবপুর, ছাতিয়ানতলা ও পৌরসভায় আনারসের প্রতিকের পক্ষে শোডাউন করেন ও মানুষের কাছে ভোটপ্রার্থনা করেন। এছাড়া বাঘারপাাড়া বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করেন দিলু পাটোয়ারী।
অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী শামছুর রহমানের পক্ষে বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রচার মাইক বের হয়।
নির্বাচন কমিশনের তফশিল অনুয়ারী বাঘারপাড়া উপজেলায় আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।