আজ - বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:৫৬

মহাকাশে মুলা চাষ! অসাধ্য সাধন করে বিপ্লব ঘটালো নাসা

মহাকাশ ভ্রমণের মতো অবিশ্বাস্য বিষয়কে সম্ভব করে সাম্প্রতিককালে ইতিহাস গড়েছে নাসা ও স্পেসএক্স। এবার মহাকাশে মূল চাষেও সাফল্য পেল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থাটি।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেই (আইএসএস) মূলত বিভিন্ন বিষয়ে পরীক্ষা করছেন নভোচারীরা। এমনই একটি পরীক্ষায় স্পেস স্টেশনের পরিবেশে ‘মূলা’ উৎপাদন করার চেষ্টা করছেন তারা। আর কিছুদিন পরেই মাটি খুঁড়ে মূলা তোলা হবে। মূলা চাষের পর তা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হবে পৃথিবীতে।

মাধ্যাকর্ষণ শক্তি নেই বললেই চলে, তবু সেই মহাশূন্যেই এবার মূলা চাষ যেন তাক লাগানোর মতো ঘটনা। তবে অচিরেই সেটাকে বাস্তবে রুপ দিতে যাচ্ছে নাসা।

এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে তারা। ছবিতে দেখা গেছে, একটি বাক্সে নানা ধরনের তারের মাঝখানে সবুজ পাতা সম্বলিত ২০টি চারাগাছ লকলকিয়ে বেড়ে উঠছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত