বড় ভাই ও ভাবিকে জমি নিবন্ধন করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাবাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মোজাহার আলী (৩২) নামের এক যুবক। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ভটখালী গ্রামে। বাবা মাহমুদ আলী শাহকে (৬২) হত্যায় মা আনোয়ারা বেগম (৫০) ও স্ত্রী জান্নাতুন নেসা (২২) তাঁকে সহায়তা করেছেন বলে দাবি করেছেন তিনি।
গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।
গত সোমবার দুপুরে বাড়ির দরজা ভেঙে মাহমুদ আলী শাহের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত বৃদ্ধের বড় ছেলের স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ নিহত ব্যক্তির স্ত্রী, ছোট ছেলে ও ছোট ছেলের বউকে গ্রেপ্তার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বিচারক আরিফুল ইসলামের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মোজাহার আলী ও তাঁর স্ত্রী জান্নাতুন নেসা।
আদালতের বরাত দিয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম প্রথম আলোকে বলেন, মোজাহার বাবার অনৈতিক কাজ এবং বড় ভাই-ভাবিকে জমি দেওয়ার ক্ষোভ থেকে বাবাকে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন|