পৌষের দাপটে নাকাল জনজীবন। শীত যতই বাড়ছে ততই জমজমাট হচ্ছে গরম কাপড়ের মার্কেট। নতুন কাপড়ের দাম বেশি এ ধারনা থেকে পুরাতন কাপড়ের মার্কেট এখন ক্রেতায় ঠাসা। তবে ক্রেতারা বলছেন শীত বেড়েছে তাই পুরনো কাপড়ের দাম নতুনের মতই হয়ে গেছে। বেচাকেনা মোটামুটি হচ্ছে বলে জানালেন দোকানদাররা।
শহরের টাউন হল মাঠের পাশের পুরাতন কাপড়ের মার্কেট ঘুরে দেখা গেছে, এ মার্কেটে বড়দের সোয়েটার ২৫০ টাকা থেকে ৬শ টাকায়, ছোটদের সোয়েটার ১০০ টাকা থেকে ২৫০ টাকায়, জাকেট ২শ টাকা থেকে ৫শ টাকায়, টুপি ৫০ থেকে ১শ টাকায় ও মাফলার ১শ টাকায় বিক্রি হচ্ছে।
নয়ন এন্টারপ্রাইজের মালিক শহিদুল ইসলাম জানান বাজারে শীতের কাপড় বিক্রি হচ্ছে মোটামুটি। এর মাঝে বেশি বিক্রি হচ্ছে সোয়েটার। রাজু এন্টারপ্রাইজের রাজু জানান, সোয়েটারের পাশাপাশি ক্রেতারা টুপি ও মাফলার কিনছেন। আদি এন্টারপ্রাইজের প্রোপাইটর সুলতান মাহমুদ টিটো জানান তার দোকানে সোয়েটার ১৫০ থেকে ৩শ টাকায়, ফুল হাতার গেঞ্জি ৩০ টাকা থেকে ২৫০ টাকায়, জ্যাকেট ১শ থেকে ৩শ টাকায়, বাচ্চাদের উলের প্যান্ট ৩০ টাকায়, টাউজার ৫০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বেশি কিনছে বাচ্চাদের উলের প্যান্ট, গেঞ্জি ও সোয়েটার। একই মার্কেটের রিপন গামেন্টর্সের কর্মচারি আকবার জানান তার দোকানে বড়দের সোয়েটার ৬শ টাকা, ছোটদের সোয়েটার ২৫০ থেকে ৪ শ টাকা, ব্লেজার ৩শ টাকা, জ্যাকেট ৫শ টাকায় বিক্রি হচ্ছে। তিনি জানান বেশি বিক্রি হচ্ছে সোয়েটার। এ মার্কেটে শীতের পোশাক কিনতে আসেন মরিয়ম বেগম নামে এক ক্রেতা। তিনি বলেন ভাইপো হাসানের জন্য একটি সোয়েটার কিনেছি। আরেক ক্রেতা ফাতেমা বেগম জানান তিনি তার নাতনির জন্য শীতের পোশাক কিনতে বাজারে এসেছেন। কিন্তু দাম নতুন মার্কেটের মতই।