আজ - সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:০৭

এ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের থেকে ৫০০/- টাকা করে নেয়ার বিষয়ে তদন্ত

এ্যাসাইনমেন্টের নামে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০/- টাকা করে নেয়ার বিষয়ে তদন্তকরণ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি। বাংলাদেশ টেলিভিশনে প্রকাশিত সংবাদ এর ভিত্তিতে এ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের থেকে ৫০০/- টাকা করে নেয়ার বিষয়ে তদন্ত শুরু করার বিষয়ে এই তথ্য প্রকাশ করে মাউশি।

বরগুনা জেলার আমতলী উপজেলাধীন কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এ্যাসাইনমেন্টের নামে প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে ৫০০/- (পাঁচশত) টাকা করে আদায় করছে মর্মে বাংলাদেশ টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়েছে।

এ প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তাঁকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়ােগ দেয়া হয়েছে।

এমতাবস্থায়, উল্লিখিত বিষয়ের আলােকে বিষয়টি ০২(দুই) কর্ম দিবসের মধ্যে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন এ অধিদপ্তরে দাখিলের জন্য নির্দেশক্রমে তাঁকে অনুরােধ করা হলাে।

উল্লেখ্য, ইতােমধ্যে বিধিবহির্ভূতভাবে টাকা আদায় করে থাকলে তা সংশ্লিষ্টদের দ্রুত ফেরত দেয়ার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে উপরােধ করা হলাে।

আরো সংবাদ