আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:১৭

আরবপুরে পুড়ে যাওয়া ৭ দোকানীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন শাহারুল ইসলাম

এম আহম্মেদ (যশোর থেকে) : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সাত দোকানির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

আজ ১১ ফেব্রুয়ারি সকালে ঘটনাস্থলে পৌছে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানির মাঝে খাদ্যদ্রব্যাদি বিতরণের সময় তিনি বলেন, অগ্নিকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থাণীয় ব্যাক্তিবর্গ ও ক্ষতিগ্রস্থ দোকানদারদের সাথে কথা বললে তারা আমাকে জানিয়েছেন সম্ভবত বৈদ্যুতিক ত্রুটির কারণে এ অগ্নিকান্ড ঘটেছে। আমি ব্যাক্তিগতভাবে সংশ্লিষ্ট উপরস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু সম্ভব ক্ষতিপুরণের চেষ্টা করবো। এসময় তিনি স্থাণীয় বৃত্তবাণদের প্রতি ক্ষতিগ্রস্থ দোকানিদের সার্বিক সহযোগিতার আহবান জানান।

ফাইল ছবি: অগ্নিকান্ডে ভস্মিভূত সাতটি দোকানের ছবি।

এসময় আরও উপস্থিত ছিলেন, আরবপুর ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য উজ্জল হোসেন, ০৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শওকত আলী, আরবপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তারেক হাসান সহ স্থাণীয় নেতৃবৃন্দ।

এর আগে গভীর রাতে পতেঙ্গালীর আমতলা মোড়ে অগ্নিকান্ডে সাতটি দোকান ভস্মিভূত হয়েছে। তবে, কী কারণে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।
স্থানীয়রা জানান, পতেঙ্গালীর আমতলার মোড়ের কয়েকটি দোকানে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে আকস্মিকভাবে আগুন লাগে। আগুনে সাতটি দোকান ভস্মিভূত হয়েছে। এগুলো হলো ওসমানের চায়ের দোকান, তৌফিকুল ইসলাম মিলনের ভাংড়ির দোকান, রবিউল ইসলাম ও শমসেরের দু’টি ডেকোরেটর, মোশারফ হোসেনের তরকারির দোকান এবং আনিসুর রহমান বাবুর ইলেকট্রিক ও প্লাস্টিক ফার্নিচারের দোকান।

ফাইল ছবি: ঘটনাস্থল পরিদর্শনে আসেন শাহারুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনের লেলিহান শিখা দেখে আশপাশ থেকে লোকজন ছুটে যেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একইসাথে যশোর ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়। রাত ৪টা ২৫ মিটিনের দিকে ফায়ারসার্ভিসের সসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত