আজ - রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:১৫

রূপদিয়া জুড়ে ভূয়া এনজিওতে সয়লাব, পিডো’র ছলচাতুরিতে নি:স্ব ২’শতাধিক গ্রাহক

রূপদিয়া প্রতিনিধি : বহু বিতর্কিত এনজিও পিডো’র ব্যবস্থাপক মাসুদের বিরুদ্ধে ফের গ্রাহকের কোটি টাকা আত্মসাৎএর অভিযোগ। এঘটনায় শনিবার (৬ মার্চ ২০২১) ভুক্তভুগী প্রায় ২’শতাধিক গ্রাহক একত্রিত হয়ে পিডো’র রূপদিয়া বাজারস্থ প্রধান কার্যলয় ঘেরাও করে টাকা ফেরৎ এর দাবীতে বিক্ষোভ করতে থাকে।

এ সময় বহু বিতর্কিত এই পিডো এনজিও’র ব্যবস্থাপক মাসুদ এর বড় ছেলে সাগর’কে উত্তেজিত গ্রাহকরা অবরুদ্ধ করে রাখে। গ্রাহকরা প্রায় ৩ ঘন্টা অবস্থানের পর স্থানীয় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুপ্রভাত মন্ডলের হস্থক্ষেপে পরিবেশ স্বাভাবিক হলে অবরুদ্ধ সাগর হোসেনকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়।

চেঙ্গুটিয়া বাহিরঘাট গ্রামের খালেক সরদারের মেয়ে নাজমিন খাতুন, নাজমা খাতুন, রেজাউল ইসলামের স্ত্রী রুনা বেগম, তৈয়ব সরদারের স্ত্রী জেসমিন বেগম, চেঙ্গুটিয়া গ্রামের মীম খাতুন, অভয়নগরের বালিয়াডাঙ্গার শাহিনারা খাতুন, মাহফুজা বেগম, হযরত আলী, অপু, তহমিনা খাতুন, শাওন সরদার, ফাতেমা বেগম ইরিনা, সুমা, বসুন্দিয়ার মনোয়ারা, জেসমিন বেগম, মমতাজ, শাহনাজ সহ আগত ২’শতাধিক গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১ দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রাহকদের সাথে কথা বলে জানাযায়, এর ভিতরে অনেকের কাছ থেকে এককালিন ২-৫ লক্ষ টাকা নিয়েছে যার মেয়াদ শেষ হলেও লভাংশ তো দুরের কথা আসল টাকাও ফেরৎ দিচ্ছেনা। এখন উপায় অন্তর না পেয়ে পিডোর প্রধান কার্যলয় রূপদিয়া বাজারের এসেছি কিন্তু এখানে এসে দেখছি এনজিও’র কোনো নিশানাও নেই। এখন আমাদের আত্মহত্যা ছাড়া উপায় নেই। তিলে তিলে গোছানো সম্বল টুকু হারিয়ে অনেকে এখন নি:স্ব প্রায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত