আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:৩০

অনূর্ধ্ব-১৭ প্রাথমিক দলে যশোরের অভিক ঘোষ

বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৭ প্রাথমিক দলে ডাক পেয়েছে যশোরের উইকেটকিপার ব্যাটসম্যান অভিক ঘোষ বিল্টু। প্রাথমিক দলে ৩৩ ক্রিকেটার সুযোগ পেয়েছে। এর মধ্যে খুলনা বিভাগ থেকে সুযোগ পেয়েছে মাত্র ৩ ক্রিকেটার। আগামী ১১ মার্চ থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) শুরু প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ ক্রিকেটবোর্ডের জেলা কোচ আজিমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিক শহরের বড়বাজার এলাকার তপন ঘোষের ছেলে। সে যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। অভিকের ক্রিকেটে হাতেখড়ি যশোর ক্রিকেট কোচিং সেন্টারে।

অভিক ফেব্রুয়ারিতে শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৭ চ্যালেঞ্জ সিরিজে চার ম্যাচে ১৫৭ রান করে। এর মধ্যে ৯০ রানের দুর্দান্ত ইনিংস ছিল। এছাড়া গ্লাভস হাতে তিন কট বিহান্ড ও এক স্ট্যাম্পিং করে। এছাড়া ৬ মার্চ যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট ডেভেলপমেন্ট আয়োজিত অনূর্ধ্ব-১৮ দলের সাথে এক প্রস্তুতি ম্যাচে ৬৬ রানের এক ইনিংস খেলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত