এম আহম্মেদ (যশোর থেকে) : যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে যশোরের বিডি হলে যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মোজাম্মেল হক বলেন, আসন্ন আগামী ৩১ মার্চ যশোর পৌরসভা নির্বাচনে যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশকে নৌকা মার্কায় ভোট দিবেন। আমি বিশ্বাস করি উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত থাকবে। পাঁচ বছরের শাসনামলে (২০০১-২০০৬ সাল) বিএনপি দেশে সন্ত্রাস লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এবারের পৌরসভা নির্বাচনে তারা যেন নির্বাচিত হয়ে আবারও সেই সুযোগ না পায় সেজন্য নিজেদের উদ্যোগে দলকে সুসংগঠিত করতে হবে। নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, সেটা যেন প্রতিহিংসায় রূপ না নেয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেন। তিনি ভালোবেসে যশোর পৌরসভা নির্বাচনে হায়দার গণি খান পলাশকে নৌকা প্রতীক দিয়েছেন। ভোটের দিন সকালে প্রতিটি কেন্দ্রে উপস্থিত থেকে প্রতিটি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি কররে আহবান জানান তিনি।
যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে নির্বাচনী কর্মীসভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যশোর পৌরেসভায় নৌকা মার্কার প্রার্থী হায়দার গণি খান পলাশ, সহ-সভাপতি খয়রত হোসেন, আবদুল খালেক, মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা। যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী কাজী মাহমুদুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম,যশোর শহর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু , উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রমুখ।