আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১০:৫৪

জাতির জনকের প্রতি যশোর জেলা,সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের শ্রদ্ধা

এম আহম্মেদ (যশোর থেকে) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যশোর জেলা,সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আজ বুধবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে বাংলাদেশ আওয়ামীলীগ যশোর জেলা শাখার দলীয় কার্যালয়ে জন্মবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

ছবি: দলীয় কার্যালয়ে জন্মবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি খয়রত হোসেন, আবদুল খালেক, সাধারণ সম্পাদক ও যশোর-০৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম,যশোর শহর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু প্রমুখ।

ছবি: জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যশোর সদর উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ।

আজ থেকে এক শ বছর আগে ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম নেন শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থেকে এক স্বাধীন জাতির জনক। ঠিক ৫০ বছর আগে ১৯৭১ সালের এমন এক মার্চে বাঙালির মুক্তিসংগ্রামের ডাক দিয়েছিলেন তিনি। সেই ডাকে সাড়া দিয়ে মাত্র ৯ মাসে ৩০ লাখ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে নিয়ে আসে স্বপ্নের স্বাধীনতা। এর জন্য মানুষকে তিলে তিলে তৈরি করেছেন তিনি। নিজেও তিলে তিলে সয়েছেন শত যন্ত্রণা। জীবনের ১৪টি বছর কাটিয়েছেন কারাগারে।

স্মরণ আর উৎসবে দেশ আজ তার মুক্তির মহানায়ককে সামনে নিয়ে এসেছে। গত বছর এই দিনটি ছিল তাঁর শততম জন্মদিন। সেদিন থেকে আজ পর্যন্ত পুরো বছর মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর সূচি অনুযায়ী মুজিব বর্ষ উদ্‌যাপন করা যায়নি। এবার স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপন করছে বাংলাদেশ। এই বছর তাই বঙ্গবন্ধুর জন্মদিনটি আরও বিশেষভাবে ধরা দিয়েছে। তাই শতবর্ষী বঙ্গবন্ধুর জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’ শুরু হচ্ছে আজ বুধবার।

ছবি: জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যশোর পৌর আ’লীগের নেতৃবৃন্দ।

১৭ মার্চকে ঘিরে যশোরের বড় ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বর্ণিল আয়োজন অব্যাহত থাকবে ২৬ মার্চ পর্যন্ত।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত