আজ - শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৮:৫৩

মনোনয়ন না পেয়ে আত্মহত্যার চেষ্টা


ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে জোর করে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করার কথা বলে এক কাউন্সিলর প্রার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন।

পৌরসভার তুলাতলী এলাকায় নিজ বাড়িতে বুধবার সন্ধ্যায় বেশ কিছু ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

শাহ জাহান নামের ওই ব্যক্তি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ফেসবুক লাইভে এসে মনোনয়ন-বঞ্চনার বিচার চেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। শাহ জাহান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন, পৌরসভা নির্বাচনে তৃণমূলকে গুরুত্ব দিতে। আপনার কথায় আশ্বস্ত হয়ে আমি কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করি। আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা আমাকে সকাল থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাপ দিতে থাকেন।

‘আমি তাদের চাপে পড়ে আত্মগোপনে চলে যাই। বিকেলে তারা বাড়ি গিয়ে আমার বৃদ্ধ মাকে চাপ দেন। খবর পেয়ে বাড়িতে গেলে তারা আমাকে জোর করে ধরে নির্বাচন কার্যালয়ে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেন।’

ফেসবুক লাইভে তিনি আরও বলেন, ‘যারা জোর করে আমাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেছেন, আমার মৃত্যুর জন্য তারাই দায়ী থাকবেন।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত