আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:২৩

ভাঙ্গায় মাদ্রাসা থেকে মিছিল নিয়ে থানায় হামলা

ফরিদপুরের ভাঙ্গায় থানায় হামলা চালিয়েছে একদল লোক। শনিবার দুপুর দুইটার দিকে এ হামলার ঘটনা ঘটনা ঘটে। তাদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

হামলার সময় ব্যাপকভাবে ভাঙচুর করা হয় থানার প্রধান ফটক ও অফিস কক্ষ। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ ৪৫টি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভাঙ্গা থানার আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. শহীদুল্লাহ, এসআই আবুল কালাম আজাদ, এএসআই আজিজুল রহমান, কনস্টেবল জয়নাল আবেদিন, কনস্টেবল শাহ জালাল ও কনস্টেবল মতিউর রহমান। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

তিনি বলেন, থানার কাছে জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম ঈদগাহ মাদ্রাসা থেকে একটি মিছিল বের করে দুপুরে থানায় হামলা চালানো হয়। মিছিলকারীরা ওই মাঠ থেকে লাঠি সংগ্রহ করে ভাঙ্গা থানায় হামলা করে। এ সময় হামলাকারীরা থানার দিকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করে।

এ হামলা পরিকল্পিত উল্লেখ করে আলিমুজ্জামান বলেন, ‘আমরা বিগত কয়েকদিনের পরিস্থিতি মাথায় রেখে এখানকার মাদ্রাসাগুলোর সিনিয়র শিক্ষকদের সাথে আগে থেকেই আলোচনা করেছিলাম। কোনো ধরনের ঝামেলা করবেন না তাদের কাছ থেকে এমন প্রতিশ্রুতিও পেয়েছিলাম আমরা। তবুও এ হামলা চালানো হলো।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত