আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৪১

অসহায় ও দুস্থদের মাঝে যশোর জেলা ছাত্রলীগের সেহরি বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুঃস্থ ও ফুটপাতে বেঁচে থাকা মানুষের মাঝে সেহরি বিতরণ কর্মসূচি শুরু করেছেন যশোর জেলা ছাত্রলীগ।

তারই ধারাবাহিকতায়  (১৮ই এপ্রিল) পঞ্চম রমজানে যশোর জেলা উত্তর ছাত্রলীগের পক্ষ থেকে এই সেহরি বিতরণ করা হয় । এসময় বিভিন্ন এলাকায় ও রাস্তার ফুটপাতে ছাত্রলীগ নেতাকর্মীরা সেহরি বিতরণ করে। এ কর্মসূচি মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগ। 

এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের স্ব স্ব এলাকায় অসহায়-দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকেও সেহরি বিতরণ কার্যক্রমে ছাত্রলীগ নেতাকর্মীদের সহায়তা করার আহ্বান জানান। 

আরো বলেন, করোনার জন্য যে চলমান সংকটের সৃষ্টি হয়েছে তা সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এ সংকট মোকাবেলায় সকলের সম্মিলিত প্রয়াসের প্রয়োজন। এসময় তিনি সংকট মোকাবেলায় সমাজের বিত্তবানদের অসহায়-দুঃস্থ মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার প্রতিও আহ্বান জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত