আজ - মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:৫৪

যশোরে বোচা সেলিমের ছেলে সাকিবের অতর্কিত হামলার স্বীকার এনটিভির ক্যামেরাপারসন শামীম রেজা।

খানজাহান আলী 24/7 নিউজ: যশোরে এক সংবাদকর্মী সন্ত্রাসী হামলার স্বীকারের জেরে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বেসরকারি টেলিভিশন এনটিভির ক্যামেরাপারসন শামীম রেজার সাথে।

শামীম রেজা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পুরাতন কসবা কাজীপাড়াস্থ তারা ভাড়াবাসায় ফিরছিলেন। পথিমধ্যে ডায়মন্ড প্রেসের মোড়ে তিনি ইফতার কিনতে দাঁড়ান। এসময় সেখানে যশোর থেকে প্রকাশিত একটি পত্রিকার একজন সাংবাদিকও ছিলেন। এ সময় সেখানে আসেন কাজীপাড়া সেলিম হোসেন ওরফে বোচা সেলিমের ছেলে সাকিব (৩৫)। তাদের সাথে কথা বলার একপর্যায়ে সাকিব বলেন, ‘কাল (১৮ এপ্রিল) ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরপরিষদের প্রথম মিটিংয়ে মেয়রকে আজেবাজে কথা বলেছেন’। এসময় শামীম বলেন, ‘কই আমরা তো সেখানে ছিলাম, কেউ কোনো আজেবাজে কথা বলেনি’। এরই মধ্যে সেখান থেকে চলে যান স্থানীয় পত্রিকার ওই সাংবাদিক। এসময় সাকিব তার উদ্দেশ্যে তেড়ে আসেন। ‘তুই বড় সাংবাদিক হয়েছিস’ এই কথা বলে তাকে গালিগালাজসহ চড় থাপ্পর মারতে শুরু করে। একপর্যায়ে লোহার রড এনে মারপিট শুরু করেন এবং তার মোটরসাইকেলটির সামনের অংশ ও তেলের ট্যাংক ভেঙে দেয়।

খবর পেয়ে সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং শামীমকে উদ্ধার করে নিয়ে প্রথমে থানায় নিয়ে যান। সেখান অভিযোগপত্র দিয়ে শামীমকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সাংবাদিককে মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে।

আরো সংবাদ