আজ - মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:০৪

ফেরিঘাটে যাত্রীদের হুড়োহুড়িতে নিহত ৫, আহত অর্ধশতাধিক

রাজধানী থেকে বের হওয়ার অন্যতম নৌ-রুট শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের হুড়োহুড়িতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

বুধবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে তাড়াহুড়ো করে নামতে যান যাত্রীরা। এসময় যাত্রীদের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ফেরির পল্টুনেই কয়েকজন মারা যান।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং স্থানীয় পুলিশ প্রশাসন উদ্ধার কাজ শুরু করেন। আহতদের ঘাটের বিভিন্ন স্থানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের অবস্থা বেশি খারাপ তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত