আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৫ জনকে গবেষক ডিগ্রি প্রদান

 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ৫৫ জন গবেষককে ডিগ্রি দেয়া হয়েছে। এর মধ্যে ২৮ জনকে পিএইচডি, ২৬ জনকে এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে মীর হুমায়ূন কবীর, নূর নাহার শারমিন সুলতানা, প্রদীপ পেরেজ, আরবি বিভাগের অধীনে সৈয়দ সহিদ আহম্মদ, দর্শন বিভাগের অধীনে মোসা. রেবেকা সুলতানা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে আমীর হোসেন ও মো. মাহবুবুর রহমান।

এ ছাড়া বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে তন্ময় কুমার সরকার, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে মোসাম্মৎ মনিরা বেগম, সংগীত বিভাগের অধীনে রেজওয়ানা চৌধুরী, পরিসংখ্যান বিভাগের অধীনে ধনেশ্বর চন্দ্র সরকার, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধীনে মো. মাসুদ রানা, আইন বিভাগের অধীনে সৈয়দা আফরোজা জেরীন, ইফাত মুবিনা ইউসুফ, মার্কেটিং বিভাগের অধীনে জেসমিন সুলতানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে মো. জিল্লুর রহমান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে শামসুন্নাহার।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধীনে মনোয়ারা বেগম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে লাভলী বাড়ৈ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মো. আবু সাঈদ মিয়া, তাসলিমা ফেরদৌস, মো. ইব্রাহিম খলিল, পিংকু পোদ্দার, গ্রাফিক ডিজাইন বিভাগের অধীনে ফারজানা আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে রঞ্জিত পোদ্দার, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধীনে জাহিদা গুলশান, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে শায়লা নাসরিন ও নাসরীন নাহার বেগম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত