আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৭:২৪

যশোরে যুবককে জিম্মি করে চাঁদাবাজি! টোকন গংয়ের ৭ সদস্য আটক

খানজাহান আলী 24/7 নিউজ ডেস্ক ।। যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে টোকন চক্রের ০৭ (সাত) সদস্যকে আটক করেছে পুলিশ। চক্রটির বিরুদ্ধে বিভিন্ন সময় প্রেমিক যুগলদের জিম্মি মোটা অঙ্কের নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা বলছেন, রবিবার বাহাদুরপুর এলাকায় এক প্রেমিক যুগলকে জিম্মি করে রেখে ৫০ হাজার টাকা চাঁদাদাবী করেছিলো তারা। বিষয়টি জানতে পেরে প্রেমিক ছেলেটির পরিবার তাদেরকে ৩০ হাজার টাকা দিতে রাজি হয়। এসময় তারা প্রেমিকা মেয়েটিকে ছেড়ে দিয়ে প্রেমিক ছেলেটিকে আটকে রাখে। পরে ছেলেটির পরিবার তালবাড়িয়া ফাঁড়ি পুলিশ সদস্যদেরকে ঘটনাটি জানালে তাদের পরামর্শে চাঁদাবাজ চক্রের সদস্যদেরকে রাতে প্রেমিক ছেলের মামাবাড়ি তালবাড়িয়া গ্রামে টাকা নিতে ডাকা হয়। গভীর রাতে একটি পালসার ও একটি ডিসকভারী মোটরসাইকেলে চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্য সেখানে আসে। সেখান থেকে পাঁচজনকে আটক করে তালবাড়িয়া ফাঁড়ি পুলিশ। ওদিকে উপশহর ফাঁড়ি পুলিশের সদস্যরা বাহাদুরপুর এলাকার একটি বাড়ি থেকে জিম্মি করে রাখা ছেলেটিকে উদ্ধার করে। একই সময় তারা দুজনকে আটক করে।

তালবাড়িয়া ও উপশহর ফাঁড়ি পুলিশের অভিযানে এ ঘটনায় মোট সাত জন গ্রেফতার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।আটককৃতরা যশোর সদর উপজেলার বাহাদুরপুর পশ্চিম পাড়ার মোসলেম মোল্যার ছেলে মতিয়ার রহমান, মোমিন মোল্যার ছেলে সাগর, আলতাপ হোসেনের ছেলে ফয়জুর রহমান, আজিজ মোল্যার ছেলে পান্নু মোল্যা, মকবুল হোসেনের ছেলে রশিদ, ওদুদ মোল্যার ছেলে শাহিন ও মৃত ইজাহার আলীর ছেলে ইবাদ আলী।

এলাকাবাসী বলছেন, স্থানীয় উঠতি সন্ত্রাসী একাধিক মাদক ও হত্যা মামলার আসামী আনিচুর রহমান টোকনের নেতৃত্বে এ এলাকায় হর-হামেশায় এ ধরনের ঘটনা ঘটে। চলতি মাসেই তাদের বিরুদ্ধে একটি নারী কেলেঙ্কারির ঘটনায় আদায় করা দেড় লাখ টাকা থেকে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

স্থাণীয়দের দাবী, আনিচুর রহমান টোকন নিজের ভাই ফয়জুর রহমানকে সাথে নিয়ে এলাকার উঠতি বয়সী তরুণদেরকে নিয়ে একটি সন্ত্রাসী দল তৈরি করেছে। টোকন নিজেই এ দলের নেতৃত্ব দেয়। এদের অধিকাংশ সদস্য মাদকসহ বিভিন্ন মামলার আসামী। তবে জেলা যুবলীগের এক সদস্যের সহযোগিতায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। অনতিবিলম্বে আটকদের শাস্তির আওত্তায় এনে চক্রটির প্রধাণ আনিচুর রহমান টোকনকে গ্রেফতারের দাবী করছেন তারা।

ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২৭ জুন (রবিবার) শেষ বিকেলে বাহাদুরপুর পশ্চিমপাড়াস্থ আওয়ামীলীগ অফিসের পাশে ছেলেটি ও মেয়েটি গল্প করছিল। এসময় টোকন গংয়ের একাধিক সদস্যরা তাদেরকে ভয় দেখিয়ে একটি অফিসের ভেতরে নিয়ে যায়। পরে বিভিন্ন ভাবে তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে এক পর্যায় ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে। জানতে পেরে আমরা পুলিশের সাথে যোগাযোগ করি এবং তাদের পরামর্শে মুঠোফোনে ঐ চক্রের সদস্যদেরকে ৩০ হাজার টাকা দিতে রাজি হই। তারা প দুজনের পরিবার বিষয়টি জানতে পেরে রাত নয়টার ঘটনাস্থলে আসেন। এসময় টাকা না দিলে ঐ যুগলকে ছাড়া হবে না বলে জানিয়ে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করলে শেষমেষ পরিবারের সদস্যরা ৩০ হাজার টাকা দিতে রাজি হই। চাঁদার টাকা নিতে তারা মোটরসাইকেলে ১১ টার পর তালবাড়িয়া গ্রামে আসলে পুলিশ তাদের আটক করে।

ভূক্তভোগী প্রেমিক পরিবারের দাবী, ঐ চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যদের কথামত মেয়েটির পরিবার একটি ধর্ষণ মামলা করেছে। চাঁদা না দিয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার পর তারা আমাদের নানাভাবে ফাঁসানোর চেষ্টা করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত