করোনাভাইরাসের ভয়াবহ রূপ দেখছে যশোর। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন ও করোনার উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ শুক্রবার দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮০ জন।’
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭০৮টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ ছাড়া ১৯০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৫৯ জনের। পাঁচজনের জিন অ্যাক্সপার্ট পরীক্ষায় চারজন করোনা শনাক্ত হয়েছেন। এই নিয়ে যশোরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৭৮৭ জনে।
জেলায় গত ২৪ ঘন্টায় যশোর সদরে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে ১৭৭ জন। এ ছাড়া কেশবপুরে ২০ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ১৯ জন, মনিরামপুরে তিনজন, বাঘারপাড়ায় ছয়জন, শার্শায় ২০ জন এবং চৌগাছায় পাঁচজন।