আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:৩১

লকডাউনে মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল

মহিউদ্দিন সানি (নিজেস্ব সংবাদদাতা)।। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে নিজ নির্বাচনী এলাকার নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।

শনিবার (১০ জুলাই) বিকেলে ইউনিয়নের মাছ বাজার (ছাদেক মিরের চাতাল) এ স্থানীয় চায়ের দোকানীদের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি আলু, পটল, ধুন্দল, মিষ্টি কুমড়া ও ডাটা শাক বিতরণ করেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম।
বক্তব্যে শাহারুল ইসলাম বলেন, ‘করোনা ভাইরাস মহামারির এই পরিস্থিতিতে সকল বৃত্তশালীদেরকে এগিয়ে আসতে হবে। লকডাউনে নিম্ন আয়ের মানুষেরা কষ্টে আছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উপার্জন বন্ধ থাকা সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিতে সকলকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, বিশ্ব মানবতার মা বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী মোকাবেলায় নানামুখী উদ্যোগ গ্রহণ করছেন। আমাদের সকলকে লকডাউন বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে। যতদিন সরকার ঘোষিত লকডাউন থাকবে ততদিন সুস্থ থাকলে যথাসামান্য ত্রান সহায়তা বিতরণ অব্যহত রাখবো। এখনো যারা খাদ্যসামগ্রী পাইনি তাদেরকে ধারাবাহিকভাবে দেওয়া হবে।
এসময় তিনি করোনাকালে বাংলাদেশ সরকারের ভূমিকা ও যশোর জেলা প্রশাসনের অবদানের বিষয়ে তুলে ধরে আলোচনা করেন।

বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল বলেন, বসুন্দিয়া ইউনিয়নের কেউ খাদ্য সংকটে থাকলে আমি তাদেরকে আমার স্বার্ধমত খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করব। করোনাকালীন সময়ে আমি বিচলিত না হয়ে করোনাকালীন সংকটে পড়া সকল মানুষের সাথে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ। তবে দেশের এই সংকটময় সময়ে যাদের সামর্থ আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। ‘লকডাউনে’ কর্মহীন হয়ে পড়া মানুষ যাতে খাবারের কষ্টে না ভোগেন, সে জন্য আমরা খাদ্য বিতরণ অব্যহত রেখেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আজাহার উদ্দীন, সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, আইন বিষায়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম, ইউপি সদস্য ইমরান হোসেন, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম,কামাল হোসেন,ওলিয়ার রহমান খান,রোমেল খান, ছাত্রলীগ নেতা হাসিব আহমেদ ইমন, আলম হোসেন, সাকিব খান, সাহাদ সর্দার, ইমন হোসেন প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত