আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৭:১৫

দুইশ টাকা বেশি নেয়ায় জরিমানা ২০ হাজার

নোয়াখালীর চাটখিলে দুইশ টাকা করে বাড়তি ভাড়া নেয়ায় ঢাকাগামী দুই গণপরিবহনের কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকাগামী আল বারাকা পরিবহন ও হিমালয় এক্সপ্রেসের চাটখিল বাস কাউন্টারকে এ অর্থদণ্ড করা হয়।

অভিযানের পর চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৩৫০ টাকার স্থলে ৫৫০ টাকা ভাড়া নেয়ার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় আল বারাকা পরিবহন কাউন্টারকে ১০ হাজার এবং হিমালয় এক্সপ্রেস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, যাত্রীদের থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর অন্যান্য বাস কাউন্টারেও বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত