খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে তিন হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করে ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ২০ জনের মৃত্যু হয় এবং ৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ নয় জন, যশোরে আট জন, নড়াইলে চার জন, মেহেরপুরে ও ঝিনাইদহে দুই জন করে এবং খুলনা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।
নতুন করে কুষ্টিয়ায় ২৯২ জন, খুলনায় ১১৪ জন, বাগেরহাটে ২১ জন, যশোরে ১১২ জন, ঝিনাইদহে ৬৯ জন, সাতক্ষীরায় ৫১ জন, চুয়াডাঙ্গায় ১৪ জন, মেহেরপুরে ৩৪ জন, মাগুরায় ৩৮ জন ও নড়াইলে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট মারা গেছেন দুই হাজার ৭৫৩ জন। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ৬৯১ জন, কুষ্টিয়ায় ৬৫০ জন, যশোরে ৪১৬ জন, ঝিনাইদহে ২৩৭ জন, চুয়াডাঙ্গায় ১৮০ জন, মেহেরপুরে ১৬৫ জন, বাগেরহাটে ১৩৪ জন, নড়াইলে ১০৪ জন, সাতক্ষীরায় ৮৬ জন ও মাগুরায় ৭৯ জনের মৃত্যু হয়েছে।