আজ - মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:০৪

পদ্মা নদীতে ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে।

রোববার (২৯ আগস্ট) সকালে দৌলতদিয়ার জেলে বাবু সরদারের জালে এই শাপলা পাতা মাছটি ধরা পড়েনে।

তিনি বলেন, ‘রাতে পদ্মায় জাল ফেলেছিলাম। ভোর রাতে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জালে মাছটি আটকা পড়ে। প্রথমে একা তোলার চেষ্টা করি। এরপর আশেপাশের আরও কয়েকজনকে ডাক দিলে তারা ২/৩টি নৌকা নিয়ে এসে মাছটি তুলতে সাহায্যে করে। পরে আমি দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী রেজাউল ইসলামের কাছে মাছটি বিক্রি করি।’

রেজাউল ইসলাম বলেন, ‘বাবু সরদার মাছটি আমার কাছে নিয়ে আসলে আমি তৎক্ষণাৎ রাজবাড়ী বাজারের মৎস্য আড়ৎদার কুটি মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে মাছটি রাজবাড়ী বাজারে নিয়ে আসি। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে রাজবাড়ী মাছ বাজারের কুটি মণ্ডল  ৮  টাকা কেজি দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন।’

পরে দেশের বিভিন্ন স্থানে ফোনে যোগাযোগ করে মাছটি বিক্রি করার চেষ্টা করা হচ্ছে বলে জানান রেজাউল ইসলাম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত